শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

★ VICTORIA FALLS :-

→পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত হল আফ্রিকার বিশ্ব বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। জাম্বেসি নদী থেকে উৎপত্তি লাভ করা এই জলপ্রপাতটি আফ্রিকার দক্ষিণে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আক্ষরিক অর্থে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়ায় হলেও জলপ্রপাতটির মূল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে।
→ভিক্টোরিয়া জলপ্রপাতটি 108 মিটার উচ্চ এবং 1708 মিটার চওড়া। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত দিয়ে 38,430 ঘনফুট জল নিচে গড়িয়ে পড়ে। আর এই হিসেবে এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত বলে গণ্য করা হয়।
1855 সালের 16 নভেম্বর Scottish পর্যটক David Livingston এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানার্থে এই জলপ্রপাতটির নাম দেন "Victoria Falls". যেখান থেকে লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন, তা বর্তমানে 'লিভিংস্টোন দ্বীপ' নামে পরিচিত।
→স্থানীয় বাসিন্দাদের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাত "মসি-ওয়া-তুনয়া" নামেও পরিচিত। এর অর্থ ‘বজ্র সৃষ্টিকারী মেঘ’।
→এই জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর গর্জন 40 কিমি দূর থেকে শোনা যায়।।

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

★UNDERWATER WATERFALL, MAURITIUS ISLAND:→

Mauritius Island আফ্রিকা মহাদেশের 2000 Km দক্ষিণ পূর্বে (মাদাগাস্কার দ্বীপের পূর্বে) ভারত মহাসাগরে অবস্থিত। এই Mauritius Island এর একমাত্র আকর্ষণ হল Underwater Waterfall.

→এই Underwater Waterfall প্রকৃতপক্ষে Waterfall নয়। এটি আসলে আমাদের চোখের ভুল (Optical Illusion)। নীচের ছবিতে যে Unique দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে বালির (Sand) কারসাজি। সমুদ্র স্রোতের দ্বারা Mauritius Island এর coastal shelf এর বালু কণা গভীর সমুদ্রে বাহিত হয়, যা দেখতে জলপ্রপাতের মতো হয়।।

বুধবার, ৪ মার্চ, ২০১৫

সোমবার, ২ মার্চ, ২০১৫

★ISOLINES→

The prefix "iso-" means "equal." Isolines are often used on maps to represent points of equal value.

THE LIST OF SOME COMMON TYPES OF ISOLINES:-

Isobar
➫ A line representing points of equal atmospheric pressure.

Isobath
➫ A line representing points of equal depth under water.

Isobathytherm
➫ A line representing depths of water with equal temperature.

Isochasm
➫ A line representing points of equal recurrence of auroras.

Isocheim
➫ A line representing points of equal mean winter temperature.

Isochrone
➫ A line representing points of equal time-distance from a point, such as the transportation time from a particular point.

Isodapane
➫ A line representing points of equal transport costs for products from production to markets.

Isodose
➫ A line representing points of equal intensity of radiation.

Isodrosotherm
➫ A line representing points of equal dew point.

Isogeotherm
➫ A line representing points of equal mean temperature.

Isogloss
➫ A line separating linguistic features.

Isogonal
➫ A line representing points of equal magnetic declination.

Isohaline
➫ A line representing points of equal salinity in the ocean.

Isohel
➫ A line representing points receiving equal amounts of sunshine.

Isohume
➫ A line representing points of equal humidity.

Isohyet
➫ A line representing points of equal precipitation.

Isoneph
➫ A line representing points of equal amounts of cloud cover.

Isopectic
➫ A line representing points where ice beginsto form at the same time each fall or winter.

Isophene
➫ A line representing points where biological events occur at the same time, such as crops flowering.

Isoplat
➫ A line representing points of equal acidity, as in acid precipitation.

Isopleth
➫ A line representing points of equal numerical value, such as population.

Isopor
➫ A line representing points of equal annual change in magnetic declination.

Isostere
➫ A line representing points of equal atmospheric density.

Isotac
➫ A line representing points where ice beginsto melt at the same time each spring.

Isotach
➫ A line representing points of equal wind speed.

Isothere
➫ A line representing points of equal mean summer temperature.

Isotherm
➫ A line representing points of equal temperature.

Isotim
➫ A line representing points of equal transport costs from the source of a raw material.

রবিবার, ১ মার্চ, ২০১৫

★ পৃথিবীর প্রাচীনতম ও প্রথম মানচিত্র :→

➫ পৃথিবীর প্রথম মানচিত্রটি পাওয়া যায় ব্যাবিলনে। যেটি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে অঙ্কিত। মানচিত্রটি কাদাপাথরের পোড়ামাটির ফলকে তৈরি। এবং এটি এতই ছোটো যে হাতের তালুতে রাখা যায়।

➫ প্রত্নতত্ত্ববিদদের মতে, এই মানচিত্রে উত্তর ইরাক অঞ্চল দেখানো হয়েছে। এতে যে নদী উপত্যকা দেখানো হয়েছে তা ইউফ্রেটিস নদী উপত্যকা। এই নদীনালা উভয় দিকে মাছের আঁশের মতো করে অঙ্কিত দুটি পর্বতশ্রেণী রয়েছে। শাখাযুক্ত বদ্বীপের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়ে হ্রদ বা সাগরে মিশেছে। অভ্যন্তর ভাগে অঙ্কিত তিনটি বৃত্তের সাহায্যে উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়েছে।

➫ বর্তমানে বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সেমিটিক যাদুঘরে সংরক্ষিত আছে।।।।

>ভালো লাগলে Like / Comment Must.....

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

★ LENTICULAR CLOUDS →

Lenticular Clouds ট্রপোস্ফিয়ারে গঠিত হওয়া এক ধরনের লেন্স (Lens) আকৃতির মেঘ। অনেক সময় ইউএফও (UFO) মেঘও বলা হয়।
➫ ভূপৃষ্ঠের ওপর দিয়ে বায়ু যখন কোনো বিল্ডিং বা পাহাড়, পর্বত দ্বারা বাধা প্রাপ্ত হয়, তখন ঐ বাধাপ্রাপ্ত বায়ু অনেক সময় একই স্থানে পাক খেতে থাকে। এই অবস্থায় বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হয়ে ঘনীভূত হয়ে এই ধরনের মেঘ তৈরি করতে পারে।
➫ এই ধরনের মেঘ দেখে অনেক সময় UFO দেখা গেছে বলে ভুল হয় এবং অনেকেই দাবী করে বসে যে তারা UFO দেখেছে।

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

★ চলমান পাথর (SLIDING STONE OR, SAILING STONE) ঃ→

California-র Death Valley National Park এর Racetrack Playa-র সমতল ভুমিতে কিছু পাথর দেখা যায় যেগুলো কোনো রকম মানুষ বা প্রানীর হস্তক্ষেপ ছাড়াই একস্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ায় এবং এদের যাওয়ার পথের চিহ্নরেখা রেখে যায়। এ ধরনের আচরণের কারনে পাথরগুলোকে sailing stone বা sliding stone বা gliding stone বলা হয়।

→তবে এই সরণ চোখে পর্যবেক্ষণ করা দুঃসাধ্য কেননা পাথরগুলো অধিকাংশ সময়ই (বছরাধিক কালও হতে পারে) স্থির থাকে এবং হঠাৎ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য সচল থাকে।

→গত এক শতাব্দী যাবৎ গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি গ্রহণযোগ্য বা প্রমানিত কোনো কারন পাওয়া যায় নি।

→ অনেকের মতে, হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের কারনে Racetrack Playa-র শুষ্ক সমতল ভূমিতে জল জমে অগভীর হ্রদের সৃষ্টি হয়। রাতের নিম্ন তাপমাত্রায় ঐ হ্রদের অগভীর জল পাতলা বরফ আচ্ছাদন তৈরি করে ভূমিভাগ পিচ্ছিল করে তোলে। ফলে স্বল্প বায়ু প্রবাহে পাথর গুলি কিছুটা স্থানান্তরিত হয়।।

→ Like our FB Page - http://www.facebook.com/allbengeostu

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

★SEA WITHOUT COASTS :

➫ উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে এমন একটি সাগর আছে যার কোনো উপকূল নেই। এই সাগরটির নাম শৈবাল সাগর। এই সাগরটি কেবলমাত্র কয়কটি সমুদ্র স্রোত দ্বারা ঘেরা।

➫ এই শৈবাল সাগরটি পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত দ্বারা ঘেরা।।।

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

★SOME GEOGRAPHICAL FACTS (P-1):→

➫ About 90% of the world's population lives in the Northern Hemisphere.

➫ Scientists recently discovered that Florida & Hudson Bay in Canada are getting about 1inch closer every 36 years.

Lad Paz, Bolivia at 11900 feet above sea level is the highest large city in the world.

Mexico City is sinking at a rate of 6 to 8 inches a year because it is built on top of an underwater reservoir.

Europe is the only continent without deserts.

Persia changed its name to Iran in 1935.

Mongolia is the largest landlocked country in the world.

Guinea has the wettest capital on earth with 3.7 meters of rain a year.

Iceland, the "Land of Fire & Ice" has more than 200 volcanoes & 120 glaciers.

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

★LARGEST, LONGEST, HIGHEST & SMALLEST IN INDIA :→


➫The Longest River Ganges.

➫The Longest Tributary River of India Yamuna.

➫The Longest River of the South Godavari.

➫ Highest Mountain Peak Godwin Austin (K2).

➫ Largest Lake (Fresh Water) Wular Lake (Kashmir).

➫ Highest Dam Tehri Dam on Bhagirathi River.

➫ Largest Mosque Jama Masjid, Delhi.

➫ Longest Road Grand Trunk Road.

➫ State with Longest Coastline Gujarat.

➫ Longest Railway Route From Dibrugarh to Kanyakumari.

➫ Longest Tunnel Jawahar tunnel (Jammu & Kashmir).

➫ Longest National Highway NH - 7 which runs from Varanasi to Kanyakumari.

➫Longest River Bridge Mahatma Gandhi Setu, Patna.

➫ Longest River Ganges.

➫ Largest Populated City Mumbai ( 1.60 crore ).

➫ Largest Museum National Museum, Kolkata.

➫ Largest Delta Sunderban Delta, W. Bengal.

➫ Largest Dome Gol Gumbaz, Bijapur ( Karnataka ).

➫ Largest Zoo Zoological Gardens, Alipur, Kolkata.

➫ Largest Man-made Lake Govind Vallabh Pant Sagar (Rihand Dam ).

➫ Largest Desert Thar (Rajasthan ).

➫ Highest Tower Pitampura Tower, Delhi.

➫Smallest State ( Area ) Goa.

➫ Smallest State ( Population )Sikim.

➫ Highest Waterfall Gersoppa waterfall ( Karnataka ).

➫ Longest Electric Railway Line From Delhi to Kolkata via Patna.

➫ Densest Populated State Bihar.

➫ Largest Cave Temple Kailash temple, Ellora ( Maharashtra ).

➫ Largest Animal Fair Sonepur ( Bihar ).

➫ Highest Gateway Buland Darwuza, Fatehpur Sikri (Agra).

➫ Biggest Hotel Oberai-Sheraton ( Mumbai ).

➫ Largest State ( Area ) Rajasthan.

➫ Largest State ( Population ) Uttar Pradesh.

➫ Place of Heaviest Rainfall Mausinram ( Meghalaya ).

➫ Largest Corridor Rameshwaram temple corridor ( Tamil Nadu ).

➫ Largest Cantilever Span Bridge Howrah Bridge ( Kolkata ).

➫ Largest Forest State Madhya Pradesh.

➫ Highest Straight Gravity Dam Bhakra Dam.

➫ Longest Railway Platform Kharagpur ( W. Bengal ).

➫ Largest Stadium Salt Lake ( Yuva Bharti ), Kolkata.

➫ Largest Port Mumbai.

➫ Highest Lake Devatal (Garhwal).

➫ Largest Lake (Saline Water) Chilka Lake, Orissa.

➫ Highest Award Bharat Ratna.

➫ Highest Gallantry Award Paramveer Chakra.

➫ Largest Gurudwara Golden Temple, Amritsar.

➫ Deepest River Valley Bhagirathi & Alaknanda.

➫ State with Longest Coastline of South India Andhra Pradesh.

➫ Longest River which forms estuary Narmada.

➫ Largest Church Saint Cathedral ( Goa ).

➫ Longest Beach Marina Beach, Chennai.

➫ Highest Battle Field Siachin Glacier.

➫ Highest Airport Leh ( Laddakh ).

➫ Largest River Island Majuli ( Brahmaputra River, Assam ).

➫ Largest Planetarium Birla Planetarium ( Kolkata ).

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

★ IMPORTANT RIVER VALLEY PROJECTS IN INDIA :→



Bhakra Nangal Project - On Sutlej in Punjab. [ Highest in India.Ht. 226m. Reservoir is called Gobind Sagar Lake. ]


Mandi Project - On Beas in HP.

Chambal Valley Project - On Chambal in MP & Rajasthan. [ Three dams are there:- Gandhi Sagar Dam, Rana Pratap Sagar Dam and Jawahar Sagar Dam. ]

Damodar Valley Project - On Damodar in Bihar. [ Based on Tennessee Valley Project USA. ]

Hirakud Project - On Mahanadi in Orrisa. [ World’s Longest Dam: 4801m. ]

Rihand Project - On Son in Mirzapur. [ Reservoir is called Gobind Vallabh Pant reservoir. ]

Kosi Project - On Kosi in N.Bihar.

Mayurkashi Project - On Mayurkashi in West Bengal.

Kakrapara Project - On Tapi in Gujrat.

Nizamsagar Project - On Manjra in Andhra Pradesh.

Nagarjuna Sagar Project - On Krishna in Andhra Pradesh.

Tugabhadra Project - On Tugabhadra in Andhra Pradesh & Karnataka.

Shivasamudram Project - On Cauvery in Karnataka. [ It is the older river valley project in India. ]

Tata Hydel Scheme - On Bhima in Maharashtra.

Sharavathi Hydel Project - On Jog Falls in Karnataka.

Kundah & Periyar Project - In Tamil Nadu.

Farakka Project - On Ganga in WB.

Ukai Project - On Tapti in Gujarat.

Mahi Project - On Mahi in Gujarat.

Salal Project - On Chenab in J&K.

Mata Tila Multipurpose Project - On Betwa in Uttar Pradesh and Madhya Pradesh.

Thein Project - On Ravi, Punjab.

Pong Dam - On Beas, Punjab.

Tehri Dam - On Bhgirathi, Uttarakhand.

Sardar Sarovar Project - On Narmada, Gujarat/MP.

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

★COUNTRIES COMPLETELY SURROUNDED BY ONE OTHER COUNTRY:-

→পৃথিবীতে এমন তিনটি দেশ রয়েছে যারা সম্পূর্ণ ভাবে অন্য একটি দেশের দ্বারা পরিবেষ্টিত। সেই তিনটি দেশের নাম হল - লেসোথো (Lesotho), ভাটিকান সিটি (Vartican City) এবং সান মারিনো (San Marino)।

Lesotho সম্পূর্ণ ভাবে South Africa দ্বারা পরিবেষ্টিত।


→আর Vartican City এবং San Marino নামক দেশ দুটি Italy দ্বারা পরিবেষ্টিত।

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

★ AMAZING INDIA :→

Shani Shingnapur হল ভারতবর্ষের একটি আশ্চর্যজনক গ্রাম। কারণ এই গ্রামের একটিও বাড়ি, এমনকি কোনো দোকানের দরজার পাল্লা নেই।


এমনকি এই গ্রামের মানুষজন তাদের দরকারি জিনিসপত্রও Locker এর মধ্যে রাখে না। তবুও কোনো চুরির ঘটনার কথা এখনও শোনা যায় নি। এই গ্রামটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভেসা তালুকে অবস্থিত ।।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

★ তৃণভূমি ও বিভিন্ন দেশে তাদের নাম→


★ ক্রান্তীয় তৃণভূমি এবং বিভিন্ন স্থানে তার নাম :→

➫ ব্রাজিল → ক্যাম্পোস।

➫ ভেনেজুয়েলার ওরিনোকো নদীনালা অববাহিকা → ল্যানোস।

➫ সুদান ও ভারতীয় উপমহাদেশ → সাভানা।

➫ জিম্বাবুয়ে → পার্কল্যাণ্ড।

★ নাতিশীতোষ্ণ তৃণভূমি ও বিভিন্ন মহাদেশে তার নাম :→

➫ উত্তর আমেরিকা → প্রেইরি।

➫ দক্ষিণ আমেরিকা → পম্পাস।

➫ দক্ষিণ আফ্রিকা → ভেল্ড।

➫ ইউরেশিয়া → স্তেপ।

➫ অস্ট্রেলিয়া → ডাউনস্।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫

★ SAND GEYSER/ SAND FOUNTAIN :→

➫ Sand Geyser বা Sand Fountain হল একটি প্রাকৃতিক ঘটনা, যেটি সাধারণত আরব উপদ্বীপে (সৌদি আরব) দেখা যায়।


➫ এই Sand Geyser বা বালির ফোয়ারা কেন ঘটে? তার কারণের পিছনে মতদ্বৈধতা রয়েছে। অনেকের মতে, যেহেতু সৌদি আরব তথা আরব উপদ্বীপ তেল বলয়ের নিকটে অবস্থিত, তাই মন করা হয় যে বালির স্তরের নিচে গ্যাস প্রচন্ড চাপে অবস্থান করে। এবং এক সময় বালির স্তরের দুর্বল স্থান দিয়ে ঐ গ্যাস বালির সাথে প্রচন্ড বেগে ফোয়ারার ন্যায় বেরিয়ে আসে। যাকে Sand Geyser বা Sand Fountain বলা হয়।


➫ আবার অনেকের মতে, ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের কারণে এই Sand Geyser ঘটে থাকে।।।

➫https://www.facebook.com/groups/1428778970691194

★Major Lakes of the World on the Earth:→

➫ Largest Lake→Caspian Sea

➫ Largest saline water lake→Caspian Sea.

➫ Largest fresh water lake→Lake Superior.

➫ Highest lake→Lake Titicaca

➫ Deepest lake→Lake Baikal

➫ India’s largest lake→Chilka lake

★NICKNAME OF SOME PLACE→

★ 1)অন্ধকারাচ্ছন্ন মহাদেশ → আফ্রিকা 2)আগুনের দ্বীপ → আইসল্যাণ্ড 3)ইউরোপের ক্রীড়াঙ্গন → তুরস্ক 4)ইউরোপের রণক্ষেত্র → সুইজারল্যাণ্ড 5)ইউরোপের ককপিট → বেলজিয়াম ★ 6)ইংল্যাণ্ডের বাগান → কেন্ট 7)উত্তরের ভেনিস → স্টকহোম 8)উদ্যানের শহর → শিকাগো 9)গগনচুম্বী অট্টালিকারর দেশ → নিউইয়র্ক 10)গ্রানাইটেরর শহর → এবারডন ★ 11)চিরবসন্তের নগরী → কুটো,ইকুয়েডর 12)চির শান্তির শহর → রোম 13)চির সবুজের দেশ → নাটাল 14)চিনের দুঃখ → হোয়াংহো নদী 15)জাকজমকের নগরী → নিউইয়র্ক ★ 16)দক্ষিণের গ্রেট ব্রিটেন → নিউজিল্যাণ্ড 17)দক্ষিণ ভারতের উদ্যান → তাঞ্জোর 18)দক্ষিণের রাণী → সিডনি,অস্টেলিয়া 19)দ্বীপের নগরী → ভেনিস 20)দ্বীপের মহাদেশ → ওশিয়ানিয়া ★ 21)নিশ্চুপ সড়ক শহর → ভেনিস 22)নিষিদ্ধ শহর → লাসা,তিব্বত 23)নিশীথ সূর্যের দেশ → নরওয়ে 24)নীরব শহর → রোম 25)চিনের নীলনদ → ইয়াং-সি-কিয়াং ★ 26)পঞ্চনদের দেশ → পাঞ্জাব 27)পবিত্র পাহাড় → ফুজিয়ামা,জাপান 28)পবিত্র ভূমি → জেরুজালেম 29)পবিত্র দেশ → ফিলিস্তিন 30)পশুপালনের দেশ → তুর্কিস্তান ★ 31)পশ্চিমের জিব্রাল্টার → কুইবেক 32)পাকিস্তানের প্রবেশদ্বার → করাচী 33)পান্নার দ্বীপ → আয়ারল্যাণ্ড 34)পিরামিডের দেশ → মিশর 35)পোপের শহর → রোম ★ 36)প্রাচীরেরর দেশ → চিন 37)প্রাচ্যের ডান্ডি → নারায়ণগঞ্জ 38)প্রাচ্যের ভেনিস → ব্যাংকক 39)প্রাচ্যের গ্রেট ব্রিটেন → জাপান 40)বিশ্বের চিনির পাত্র → কিউবা ★ 41)বজ্রপাতের দেশ → ভূটান 42)প্রাচ্যের ম্যানচেস্টার → ওসাকা,জাপান 43)বাতাসের শহর → শিকাগো 44)বাজারের শহর → কায়রো 45)বাংলার ভেনিস → বরিশাল ★ 46)ভাটির দেশ → বাংলাদেশ 47)ভারতের উদ্যান → লখনউ 48)ভূ-স্বর্গ → কাশ্মীর 49)ভূমধ্যসাগরের প্রবেশদ্বার → জিব্রাল্টার 50)বিশ্বের রুচির ঝুড়ি → প্রেইরি, USA. ↓ ★★★----------------------------★★★

বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

★SOME INTERESTING FACTS :→

➫ পৃথিবীর বায়ুমণ্ডলের মোট ওজন প্রায় 9046 হাজার কোটি টন।

➫ 'মৌসুমি' কথাটি প্রথম ব্যবহার করেন মিশরের নাবিক হিপলাস (78 খ্রিষ্টাব্দ)।

➫ এখনও পর্যন্ত 24 জন মহাকাশচারী চাঁদের কাছে গেছেন। কিন্তু চাঁদের মাটিতে নেমেছেন মাত্র 12 জন।

➫ ইউরেনাসের মেরু অঞ্চলের উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি।

➫ গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তের ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট।

➫ ভালো লাগলে Like & Comment করবেন।।।।

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

★SOME INTERESTING FACTS ABOUT SUN :→

→ সূর্যের বয়স 4.57 বিলিয়ন বছর। → সূর্যের ভর গোটা Solar System এর প্রায় 99.86%. → পৃথিবীতে কোনো মানুষের ওজন 60 kg হলে সূর্যে তার ওজন হবে 1680 kg. → সূর্যের নিজের অক্ষের চারিদিকে একপাক ঘুরতে সময় লাগে 25.38 দিন। যেখানে পৃথিবীর সময় লাগে 1 দিন। → যদি পৃথিবীর Escape Velocity 11.2 km/sec. হয়, তবে সূর্যের Escape Velocity হল 617.5 km/sec. → সূর্যের কেন্দ্রে উৎপন্ন শক্তি বিভিন্ন স্তর ভেদ করে সূর্যের পৃষ্টতলে পৌঁছাতে প্রায় 1 কোটি বছর সময় লাগে।

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

★পৃথিবীর উষ্ণমরু অঞ্চলের অবস্থান ও তাতে বসবাসকারী অধিবাসীদের নাম →

➫ উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি→ তুয়ারেগ, বারবের।

➫ দক্ষিণ পশ্চিম আফ্রিকার কালাহারি মরুভূমি→ বুশম্যান।

➫ ভারত ও পাকিস্তানের থর মরুভূমি→ বানজারা, গাদোলী।

➫ অস্ট্রেলিয়ার বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি→ বিন্দিবু।
➫ দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি→ অ্যারাডিকিনিয়া।

➫ উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি→ রেড ইণ্ডিয়ান।

➫ মধ্যপ্রাচ্যের আরব, ইরান, ইরাক মরুভূমি→ বেদুইন।