➫ পৃথিবীর প্রথম মানচিত্রটি পাওয়া যায় ব্যাবিলনে। যেটি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে অঙ্কিত। মানচিত্রটি কাদাপাথরের পোড়ামাটির ফলকে তৈরি। এবং এটি এতই ছোটো যে হাতের তালুতে রাখা যায়।
➫ প্রত্নতত্ত্ববিদদের মতে, এই মানচিত্রে উত্তর ইরাক অঞ্চল দেখানো হয়েছে। এতে যে নদী উপত্যকা দেখানো হয়েছে তা ইউফ্রেটিস নদী উপত্যকা। এই নদীনালা উভয় দিকে মাছের আঁশের মতো করে অঙ্কিত দুটি পর্বতশ্রেণী রয়েছে। শাখাযুক্ত বদ্বীপের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়ে হ্রদ বা সাগরে মিশেছে। অভ্যন্তর ভাগে অঙ্কিত তিনটি বৃত্তের সাহায্যে উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়েছে।
➫ বর্তমানে বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সেমিটিক যাদুঘরে সংরক্ষিত আছে।।।।
>ভালো লাগলে Like / Comment Must.....
➫ প্রত্নতত্ত্ববিদদের মতে, এই মানচিত্রে উত্তর ইরাক অঞ্চল দেখানো হয়েছে। এতে যে নদী উপত্যকা দেখানো হয়েছে তা ইউফ্রেটিস নদী উপত্যকা। এই নদীনালা উভয় দিকে মাছের আঁশের মতো করে অঙ্কিত দুটি পর্বতশ্রেণী রয়েছে। শাখাযুক্ত বদ্বীপের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়ে হ্রদ বা সাগরে মিশেছে। অভ্যন্তর ভাগে অঙ্কিত তিনটি বৃত্তের সাহায্যে উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়েছে।
➫ বর্তমানে বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সেমিটিক যাদুঘরে সংরক্ষিত আছে।।।।
>ভালো লাগলে Like / Comment Must.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন