মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

★SOME INTERESTING FACTS ABOUT SUN :→

→ সূর্যের বয়স 4.57 বিলিয়ন বছর। → সূর্যের ভর গোটা Solar System এর প্রায় 99.86%. → পৃথিবীতে কোনো মানুষের ওজন 60 kg হলে সূর্যে তার ওজন হবে 1680 kg. → সূর্যের নিজের অক্ষের চারিদিকে একপাক ঘুরতে সময় লাগে 25.38 দিন। যেখানে পৃথিবীর সময় লাগে 1 দিন। → যদি পৃথিবীর Escape Velocity 11.2 km/sec. হয়, তবে সূর্যের Escape Velocity হল 617.5 km/sec. → সূর্যের কেন্দ্রে উৎপন্ন শক্তি বিভিন্ন স্তর ভেদ করে সূর্যের পৃষ্টতলে পৌঁছাতে প্রায় 1 কোটি বছর সময় লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন