সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫

★পৃথিবীর উষ্ণমরু অঞ্চলের অবস্থান ও তাতে বসবাসকারী অধিবাসীদের নাম →

➫ উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি→ তুয়ারেগ, বারবের।

➫ দক্ষিণ পশ্চিম আফ্রিকার কালাহারি মরুভূমি→ বুশম্যান।

➫ ভারত ও পাকিস্তানের থর মরুভূমি→ বানজারা, গাদোলী।

➫ অস্ট্রেলিয়ার বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি→ বিন্দিবু।
➫ দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি→ অ্যারাডিকিনিয়া।

➫ উত্তর আমেরিকার সোনেরান মরুভূমি→ রেড ইণ্ডিয়ান।

➫ মধ্যপ্রাচ্যের আরব, ইরান, ইরাক মরুভূমি→ বেদুইন।

২টি মন্তব্য: