★ ক্রান্তীয় তৃণভূমি এবং বিভিন্ন স্থানে তার নাম :→
➫ ব্রাজিল → ক্যাম্পোস।
➫ ভেনেজুয়েলার ওরিনোকো নদীনালা অববাহিকা → ল্যানোস।
➫ সুদান ও ভারতীয় উপমহাদেশ → সাভানা।
➫ জিম্বাবুয়ে → পার্কল্যাণ্ড।
★ নাতিশীতোষ্ণ তৃণভূমি ও বিভিন্ন মহাদেশে তার নাম :→
➫ উত্তর আমেরিকা → প্রেইরি।
➫ দক্ষিণ আমেরিকা → পম্পাস।
➫ দক্ষিণ আফ্রিকা → ভেল্ড।
➫ ইউরেশিয়া → স্তেপ।
➫ অস্ট্রেলিয়া → ডাউনস্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন