➫ উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে এমন একটি সাগর আছে যার কোনো উপকূল নেই। এই সাগরটির নাম
শৈবাল সাগর। এই সাগরটি কেবলমাত্র কয়কটি সমুদ্র স্রোত দ্বারা ঘেরা।
➫ এই শৈবাল সাগরটি
পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত দ্বারা ঘেরা।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন