শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

★ VICTORIA FALLS :-

→পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত হল আফ্রিকার বিশ্ব বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। জাম্বেসি নদী থেকে উৎপত্তি লাভ করা এই জলপ্রপাতটি আফ্রিকার দক্ষিণে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আক্ষরিক অর্থে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়ায় হলেও জলপ্রপাতটির মূল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে।
→ভিক্টোরিয়া জলপ্রপাতটি 108 মিটার উচ্চ এবং 1708 মিটার চওড়া। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত দিয়ে 38,430 ঘনফুট জল নিচে গড়িয়ে পড়ে। আর এই হিসেবে এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত বলে গণ্য করা হয়।
1855 সালের 16 নভেম্বর Scottish পর্যটক David Livingston এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানার্থে এই জলপ্রপাতটির নাম দেন "Victoria Falls". যেখান থেকে লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন, তা বর্তমানে 'লিভিংস্টোন দ্বীপ' নামে পরিচিত।
→স্থানীয় বাসিন্দাদের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাত "মসি-ওয়া-তুনয়া" নামেও পরিচিত। এর অর্থ ‘বজ্র সৃষ্টিকারী মেঘ’।
→এই জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর গর্জন 40 কিমি দূর থেকে শোনা যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন