→ California-র Death Valley National Park এর Racetrack Playa-র সমতল ভুমিতে কিছু পাথর দেখা যায় যেগুলো কোনো রকম মানুষ বা প্রানীর হস্তক্ষেপ ছাড়াই একস্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ায় এবং এদের যাওয়ার পথের চিহ্নরেখা রেখে যায়। এ ধরনের আচরণের কারনে পাথরগুলোকে sailing stone বা sliding stone বা gliding stone বলা হয়।
→তবে এই সরণ চোখে পর্যবেক্ষণ করা দুঃসাধ্য কেননা পাথরগুলো অধিকাংশ সময়ই (বছরাধিক কালও হতে পারে) স্থির থাকে এবং হঠাৎ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য সচল থাকে।
→গত এক শতাব্দী যাবৎ গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি গ্রহণযোগ্য বা প্রমানিত কোনো কারন পাওয়া যায় নি।
→ অনেকের মতে, হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের কারনে Racetrack Playa-র শুষ্ক সমতল ভূমিতে জল জমে অগভীর হ্রদের সৃষ্টি হয়। রাতের নিম্ন তাপমাত্রায় ঐ হ্রদের অগভীর জল পাতলা বরফ আচ্ছাদন তৈরি করে ভূমিভাগ পিচ্ছিল করে তোলে। ফলে স্বল্প বায়ু প্রবাহে পাথর গুলি কিছুটা স্থানান্তরিত হয়।।
→ Like our FB Page - http://www.facebook.com/allbengeostu
→তবে এই সরণ চোখে পর্যবেক্ষণ করা দুঃসাধ্য কেননা পাথরগুলো অধিকাংশ সময়ই (বছরাধিক কালও হতে পারে) স্থির থাকে এবং হঠাৎ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য সচল থাকে।
→গত এক শতাব্দী যাবৎ গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি গ্রহণযোগ্য বা প্রমানিত কোনো কারন পাওয়া যায় নি।
→ অনেকের মতে, হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের কারনে Racetrack Playa-র শুষ্ক সমতল ভূমিতে জল জমে অগভীর হ্রদের সৃষ্টি হয়। রাতের নিম্ন তাপমাত্রায় ঐ হ্রদের অগভীর জল পাতলা বরফ আচ্ছাদন তৈরি করে ভূমিভাগ পিচ্ছিল করে তোলে। ফলে স্বল্প বায়ু প্রবাহে পাথর গুলি কিছুটা স্থানান্তরিত হয়।।
→ Like our FB Page - http://www.facebook.com/allbengeostu
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন