শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

★ VICTORIA FALLS :-

→পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত হল আফ্রিকার বিশ্ব বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। জাম্বেসি নদী থেকে উৎপত্তি লাভ করা এই জলপ্রপাতটি আফ্রিকার দক্ষিণে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আক্ষরিক অর্থে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়ায় হলেও জলপ্রপাতটির মূল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে।
→ভিক্টোরিয়া জলপ্রপাতটি 108 মিটার উচ্চ এবং 1708 মিটার চওড়া। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত দিয়ে 38,430 ঘনফুট জল নিচে গড়িয়ে পড়ে। আর এই হিসেবে এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত বলে গণ্য করা হয়।
1855 সালের 16 নভেম্বর Scottish পর্যটক David Livingston এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানার্থে এই জলপ্রপাতটির নাম দেন "Victoria Falls". যেখান থেকে লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন, তা বর্তমানে 'লিভিংস্টোন দ্বীপ' নামে পরিচিত।
→স্থানীয় বাসিন্দাদের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাত "মসি-ওয়া-তুনয়া" নামেও পরিচিত। এর অর্থ ‘বজ্র সৃষ্টিকারী মেঘ’।
→এই জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর গর্জন 40 কিমি দূর থেকে শোনা যায়।।

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

★UNDERWATER WATERFALL, MAURITIUS ISLAND:→

Mauritius Island আফ্রিকা মহাদেশের 2000 Km দক্ষিণ পূর্বে (মাদাগাস্কার দ্বীপের পূর্বে) ভারত মহাসাগরে অবস্থিত। এই Mauritius Island এর একমাত্র আকর্ষণ হল Underwater Waterfall.

→এই Underwater Waterfall প্রকৃতপক্ষে Waterfall নয়। এটি আসলে আমাদের চোখের ভুল (Optical Illusion)। নীচের ছবিতে যে Unique দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে বালির (Sand) কারসাজি। সমুদ্র স্রোতের দ্বারা Mauritius Island এর coastal shelf এর বালু কণা গভীর সমুদ্রে বাহিত হয়, যা দেখতে জলপ্রপাতের মতো হয়।।

বুধবার, ৪ মার্চ, ২০১৫

সোমবার, ২ মার্চ, ২০১৫

★ISOLINES→

The prefix "iso-" means "equal." Isolines are often used on maps to represent points of equal value.

THE LIST OF SOME COMMON TYPES OF ISOLINES:-

Isobar
➫ A line representing points of equal atmospheric pressure.

Isobath
➫ A line representing points of equal depth under water.

Isobathytherm
➫ A line representing depths of water with equal temperature.

Isochasm
➫ A line representing points of equal recurrence of auroras.

Isocheim
➫ A line representing points of equal mean winter temperature.

Isochrone
➫ A line representing points of equal time-distance from a point, such as the transportation time from a particular point.

Isodapane
➫ A line representing points of equal transport costs for products from production to markets.

Isodose
➫ A line representing points of equal intensity of radiation.

Isodrosotherm
➫ A line representing points of equal dew point.

Isogeotherm
➫ A line representing points of equal mean temperature.

Isogloss
➫ A line separating linguistic features.

Isogonal
➫ A line representing points of equal magnetic declination.

Isohaline
➫ A line representing points of equal salinity in the ocean.

Isohel
➫ A line representing points receiving equal amounts of sunshine.

Isohume
➫ A line representing points of equal humidity.

Isohyet
➫ A line representing points of equal precipitation.

Isoneph
➫ A line representing points of equal amounts of cloud cover.

Isopectic
➫ A line representing points where ice beginsto form at the same time each fall or winter.

Isophene
➫ A line representing points where biological events occur at the same time, such as crops flowering.

Isoplat
➫ A line representing points of equal acidity, as in acid precipitation.

Isopleth
➫ A line representing points of equal numerical value, such as population.

Isopor
➫ A line representing points of equal annual change in magnetic declination.

Isostere
➫ A line representing points of equal atmospheric density.

Isotac
➫ A line representing points where ice beginsto melt at the same time each spring.

Isotach
➫ A line representing points of equal wind speed.

Isothere
➫ A line representing points of equal mean summer temperature.

Isotherm
➫ A line representing points of equal temperature.

Isotim
➫ A line representing points of equal transport costs from the source of a raw material.

রবিবার, ১ মার্চ, ২০১৫

★ পৃথিবীর প্রাচীনতম ও প্রথম মানচিত্র :→

➫ পৃথিবীর প্রথম মানচিত্রটি পাওয়া যায় ব্যাবিলনে। যেটি আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে অঙ্কিত। মানচিত্রটি কাদাপাথরের পোড়ামাটির ফলকে তৈরি। এবং এটি এতই ছোটো যে হাতের তালুতে রাখা যায়।

➫ প্রত্নতত্ত্ববিদদের মতে, এই মানচিত্রে উত্তর ইরাক অঞ্চল দেখানো হয়েছে। এতে যে নদী উপত্যকা দেখানো হয়েছে তা ইউফ্রেটিস নদী উপত্যকা। এই নদীনালা উভয় দিকে মাছের আঁশের মতো করে অঙ্কিত দুটি পর্বতশ্রেণী রয়েছে। শাখাযুক্ত বদ্বীপের মধ্য দিয়ে নদীটি প্রবাহিত হয়ে হ্রদ বা সাগরে মিশেছে। অভ্যন্তর ভাগে অঙ্কিত তিনটি বৃত্তের সাহায্যে উত্তর, পূর্ব ও পশ্চিম দিক দেখানো হয়েছে।

➫ বর্তমানে বিশ্বের প্রাচীনতম মানচিত্রটি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সেমিটিক যাদুঘরে সংরক্ষিত আছে।।।।

>ভালো লাগলে Like / Comment Must.....

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫

★ LENTICULAR CLOUDS →

Lenticular Clouds ট্রপোস্ফিয়ারে গঠিত হওয়া এক ধরনের লেন্স (Lens) আকৃতির মেঘ। অনেক সময় ইউএফও (UFO) মেঘও বলা হয়।
➫ ভূপৃষ্ঠের ওপর দিয়ে বায়ু যখন কোনো বিল্ডিং বা পাহাড়, পর্বত দ্বারা বাধা প্রাপ্ত হয়, তখন ঐ বাধাপ্রাপ্ত বায়ু অনেক সময় একই স্থানে পাক খেতে থাকে। এই অবস্থায় বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হয়ে ঘনীভূত হয়ে এই ধরনের মেঘ তৈরি করতে পারে।
➫ এই ধরনের মেঘ দেখে অনেক সময় UFO দেখা গেছে বলে ভুল হয় এবং অনেকেই দাবী করে বসে যে তারা UFO দেখেছে।

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

★ চলমান পাথর (SLIDING STONE OR, SAILING STONE) ঃ→

California-র Death Valley National Park এর Racetrack Playa-র সমতল ভুমিতে কিছু পাথর দেখা যায় যেগুলো কোনো রকম মানুষ বা প্রানীর হস্তক্ষেপ ছাড়াই একস্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ায় এবং এদের যাওয়ার পথের চিহ্নরেখা রেখে যায়। এ ধরনের আচরণের কারনে পাথরগুলোকে sailing stone বা sliding stone বা gliding stone বলা হয়।

→তবে এই সরণ চোখে পর্যবেক্ষণ করা দুঃসাধ্য কেননা পাথরগুলো অধিকাংশ সময়ই (বছরাধিক কালও হতে পারে) স্থির থাকে এবং হঠাৎ হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য সচল থাকে।

→গত এক শতাব্দী যাবৎ গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি গ্রহণযোগ্য বা প্রমানিত কোনো কারন পাওয়া যায় নি।

→ অনেকের মতে, হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাতের কারনে Racetrack Playa-র শুষ্ক সমতল ভূমিতে জল জমে অগভীর হ্রদের সৃষ্টি হয়। রাতের নিম্ন তাপমাত্রায় ঐ হ্রদের অগভীর জল পাতলা বরফ আচ্ছাদন তৈরি করে ভূমিভাগ পিচ্ছিল করে তোলে। ফলে স্বল্প বায়ু প্রবাহে পাথর গুলি কিছুটা স্থানান্তরিত হয়।।

→ Like our FB Page - http://www.facebook.com/allbengeostu